1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2024, 3:53 am

ইনিংস হারের শঙ্কায় পাকিস্তান

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০২১
  • 209 বার পঠিত
New Zealand's captain Kane Williamson plays a shot on day three of the second cricket Test match between New Zealand and Pakistan at Hagley Oval in Christchurch on January 5, 2021. (Photo by Marty MELVILLE / AFP)

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষে রান পাহাড়ের চাপে পিষ্ট পাকিস্তান। ৩৫৪ রানে পিছিয়ে থাকায় চোখ রাঙানি দিচ্ছে ইনিংস হার। ১ উইকেটে ৮ রান নিয়ে বুধবার দিন শুরু করবেন আবিদ আলী (৭) ও মোহাম্মদ আব্বাস (১)।

অপরদিকে আরেকটি সিরিজ জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি, হেনরি নিকোলাস ও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৫৯ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

৪র্থ উইকেটে দেশের ইতিহাসে রেকর্ড ৩৬৯ রানের জুটি গড়েন উইলিয়ামসন-নিকোলাস। সপ্তম সেঞ্চুরি পেয়ে নিকোলাস থামেন ১৫৭ রানে। তবে রানের গতি বাড়িয়ে ছুটতে থাকেন উইলিয়ামসন। সাত নম্বরে নামা মিচেলের সঙ্গে যোগ করেন ১৩৩ রান। ওই পথেই ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরির দেখা পান কিউই অধিনায়ক। ছুঁয়ে ফেলেন দেশের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি করা ব্রেন্ডন ম্যাককালাম।

এছাড়াও রান ক্ষুধায় মগ্ন উইলিয়ামসন স্পর্শ করেন কিউইদের হয়ে দ্রুততম সাত হাজার রানের মাইলফলক (১৪৪ ইনিংস)। শেষ পর্যন্ত ২৩৮ রানের মহাকাব্যিক ইনিংসটি শিকার করেন ফাহিম আশরাফ।

উইলিয়ামসনের বিদায়ের পরও স্বস্তিতে ছিল না পাকিস্তান। দ্রুত রান তুলে তাদের আরো জ্বালিয়ে মারেন মিচেল। ১১২ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্বাদ নিয়ে অপরাজিত থাকেন ১০২ রান।

জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমেই শান মাসুদের উইকেট হারায় পাকিস্তান। কাইল জেমিসনের বলে হ্যাট্রিক ডাক মেরে ফেরেন এই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান : ২৯৭ ও ১১ ওভারে ৮/১ (আবিদ ৭*, আব্বাস ১*; জেমিসন ১-১)

নিউজিল্যান্ড : ৬৫৯/৬ (ডি.) (উইলিয়ামসন ২৩৮, নিকোলাস ১৫৭, মিচেল ১০২*, জেমিসন ৩০*; আফ্রিদি ১০১-২, আব্বাস ৯৮-২, ফাহিম ১০৬-২)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park