আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি পোপ ফ্রান্সিসের কাছ থেকে একটি জার্সি উপহার পেয়েছেন। সোমবার বিষয়টি জানিয়েছে, ভ্যাটিকান স্পোর্টস অ্যাসোসিয়েশন।
২০২১ সালের অক্টোবর মাসে পোপ ফ্রান্সিসকে একটি জার্সি উপহার দিয়েছিলেন মেসি। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান কাসটেক্স সেই জার্সিটি পোপের কাছে পৌছে দেন।
এবার মেসিকে জার্সি উপহার দিলেন ফুটবলের বড় ভক্ত ও মেসির স্বদেশী পোপ ফ্রান্সিস।
তবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকা মেসিকে পোপ ফ্রান্সিস উপহার দিয়েছেন, বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির ক্লাব অ্যাথলেটিকা ভ্যাটিকানার জার্সি। হলুদ রঙের জার্সিটি মেসিকে ফরাসি বিশপ এমানুয়েল গোবিলিয়ার্ডের মাধ্যমে পাঠান পোপ ফ্রান্সিস।
এদিকে রোববার সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফেরেন মেসি। ডিসেম্বর মাসে বড় দিন পালন করতে নিজ দেশ আর্জেন্টিনাতে যান এই ফুটবল সুপারস্টার। সেখানে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি। এ কারণে এক মাসেরও বেশি সময় কোনো ম্যাচ খেলতে পারেননি মেসি।
Leave a Reply