পর্যায়ক্রমে মুসল্লিদের পবিত্র ওমরা পালনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে ধাপে ধাপে পবিত্র ওমার পালনের অনুমতি দেয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমরাহ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা নেবে দেশটি।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রথম ধাপ আগামী ৪ অক্টোবর থেকে দেশটির নাগরিক ও বিদেশিরা পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাবেন।
প্রতিদিন প্রায় ছয় হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।
দ্বিতীয় ধাপ ১৮ অক্টোবর থেকে প্রতিদিন প্রায় ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।
তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। এ সময় প্রতিদিন ২০ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।
করোনার ঝুঁকি পুরোপুরি দূর হয়ে গেলে চতুর্থ ধাপ শুরু হবে। এই ধাপে পবিত্র কাবা শরিফ স্বাভাবিক অবস্থায় ফিরবে।
Leave a Reply