নিজস্ব প্র্র্রতিবেদক : নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রবিবার সকালে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ মন্ত্রিসভায় আইন আকারে অনুমোদনের জন্য উত্থাপিত হলে, তা অনুমোদন দেয়া হয়।
এ সম্পর্কিত অধ্যাদেশকে আইনে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর তা এখন সংসদে বিল আকারে উত্থাপিত হবে। সরকার মনে করে, আইনে রূপ নিলে অপরাধ দমন আরও সহজ হবে।
Leave a Reply