দূরবীন নিউজ ডেস্ক: ঢাকা নিউইয়র্ক টরনটোয বাংলাদেশ বিমান শুরু হচ্ছে অক্টোবরে । কানাডা এয়ারলাইনস টরনটো নিউইয়র্ক লিংক সার্ভিস দেবে।এজন্য বাংলাদেশ বিমান এর সংগে কানাডা এয়ারলাইনসের চুক্তি হযেছে বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান।
এ সংবাদে টরনটো ও নিউইয়র্কে বাঙালি দের মধ্যে আনন্দ জোযার বইছে । দীর্ঘদিন ধরে বাঙালিরা নিজ দেশের বিমানে বাংলাদেশে যাওয়া আসা করার সপনো লালন করে আসছিল। ২০১৮ সালে টরনটো ও২০১৯ সালে নিউইয়র্কে জাতিসংঘের গত অধিবেশনের সময় কানাডা ও আমেরিকার প্রবাসী বাঙালিদের বিমানে ঢাকা যাওয়ার আবেদন করেছিলেন আওযামী লীগের নেতৃবৃন্দ ।
পোরোধানমনতিরি শেখ হাসিনা সেসময় গুরুত্বপূর্ণ এ বিষযটি বাসতোবাযনের আশাস দিযেছিলেন। তার কথা কার্যকর হতে চলেছে । করোনার জীবন যুদ্ধের অবসান হলে বাংলাদেশ বিমান এর সার্ভিস শুরু হবে বলে সবাই আশা করছেন ।
Leave a Reply